কথায় আছে সরকারি মাল দরিয়া মে ভাল। শিক্ষাঙ্গনে যা ঘটছে তা দেখে আর এতগুলো ছাত্রের ফাঁসির আদেশ শুনে মনে হয় দেশের জনশক্তি, জাতীয় সম্পদ এসব নিয়ে জনগণ বা সরকার কারো কোন মাথাব্যথা নেই। একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের দ্বার পর্যন্ত আনতে জনগণের কত পয়সা খরচ হয় সেই হিসাব কি আমরা রাখি? তাছাড়া কোন ছাত্রের মাঝপথে ছিটকে পড়া মানে একটা সম্ভাবনার অকাল মৃত্যু। কারণ সেটা শুধু সেই ছাত্রই ছিটকে পড়লো না, আরও একজন, যে সেই সুযোগ বঞ্চিত হল সেটাই কি কম। সেটা কী পরিবারের জন্য, কী দেশের জন্য - অপূরণীয় ক্ষতি। জনগণ ও সরকার যদি এ ব্যাপারে সচেতন হত - যে অপরাজনীতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খুন করতে শেখায় সেটা বন্ধ করত, বুয়েটের ঘটনায় বিশ জনের মৃত্যুদন্ড দেওয়ার সাথে সাথে তাদের যারা লালন করেছে ও প্রশ্রয় দিয়েছে সেই সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করত। বর্তমান শাস্তি প্রতিশোধের, প্রতিবাদ বা প্রতিরোধের অঙ্গীকার এতে নেই।
মস্কো, ১৩ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment