ছোটবেলায় খুব দুষ্টুমি করলে পালিয়ে থাকতাম। সন্ধ্যার দিকে সব নালিশ হত আর বাবা বলতেন আসুক আগে বাড়ি, এমন ধোলাই দেব। আমার আসার লক্ষণ নেই। বাড়িতে ঘর ছিল গোটা তিরিশ, ছিল গাছ, বাঁশঝাড়। কোথাও যখন খুঁজে পেত না আর রাত গভীর হত, তখন সুর পাল্টে যেত। শাস্তির কথা ভুলে প্রথমে অনুনয়, তারপরে এটা সেটা দেবার লোভ। যখন বুঝতাম ফেরার মূল্যটা চলনসই, সবার অজান্তে এসে ঘরে ঢুকতাম। জিরো থেকে তখন আমি হিরো।
আমাদের অধিকাংশ মন্ত্রীর কাজে জনগণ খুশি নয়, এমনকি দাবি ওঠে অযোগ্য মন্ত্রীদের অপসারণের। তাই মনে হয় এখন এত গালাগালির শো-ডাউন। হিসেবটা এই মন্ত্রীদের মুখে অকথ্য ভাষা শুনে জনগণ বলবে, তোমাদের কাজ করার দরকার নেই, শুধু দয়া করে কথা কইও না।
দুবনা, ০৭ ডিসেম্বর ২০২১
No comments:
Post a Comment