Saturday, September 4, 2021

আটত্রিশ বছরের দীর্ঘ পথ


১৯৮৩ সালের এই দিনে মস্কো এসেছিলাম। তখন এটা ছিল সোভিয়েত ইউনিয়নের রাজধানী। সে দেশ হারিয়ে গেছে পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু মস্কো আগের মতই রয়ে গেছে ভালবাসার ধন হয়ে। স্বপ্ন হারায় না, কখনও কখনও ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তাই বলে তার পেছনে ছুটতে তো মানা নেই। 

ভোলগাগ্রাদ, ০৫ সেপ্টেম্বর ২০২১

ছবি ডেমিডের তোলা

সারাতভে বলাকা মেমোরিয়ালে, ০৪ সেপ্টেম্বর ২০২১

No comments:

Post a Comment