উপমহাদেশের সরকারগুলো ব্রাহ্মণ্যবাদ থেকে বেরিয়ে আসতে পারেনি বরং দিন দিন আরো বেশি করে ব্রাহ্মণ সাজছে। বৈদিক যুগে কী ছিল সেটা অন্য কথা তবে বর্তমানে ব্রাহ্মণ মানেই এক্সক্লুসিভ ব্যাপার, সব কিছুর ঊর্দ্ধে। দলমত নির্বিশেষে এসব (হয়তো বা সব) দেশের ক্ষমতাসীনরা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করে আর সাধারণ মানুষকে মনে করে অস্পৃশ্য। ধর্ম নয়, তাদের মনোভাবই সমাজের এলিট শ্রেণীকে ব্রাহ্মণ করে তোলে।
মস্কো, ২৭ সেপ্টেম্বর ২০২১
No comments:
Post a Comment