Thursday, September 9, 2021

ইস্যু


অনেক কাল আগে মস্কোর বাংলাদেশ দূতাবাসে এক স্কুল ছিল। অনেকের মত আমিও সেখানে পড়াতাম। সাজু ভাই আর দ্বিজেন কাকু ছিলেন বিভিন্ন আলোচনার প্রাণ। একদিন সাজু ভাই বললেন রুশদের যদি পান করতে ইচ্ছে করে আর ইস্যু খুঁজে না পায় তারা একটা তেলাপোকা ধরে তার সামনে চক দিয়ে দাগ কাটে আর তারপর তেলাপোকার পেছনে টেবিল চাপড়াতে থাকে। ভয় পেয়ে তেলাপোকা যখন লাইন বা বর্ডার ক্রস করে সেই আনন্দে ভদ্রলোক এক পেগ ভদকা পান করে। এরপরেও তৃষ্ণা না মিটলে সে অন্য দিকে এসে টেবিল চাপড়ায়। এবার সে পান করে তেলাপোকার ঘরে ফেরার আনন্দে। 

গতকাল এক ব্যক্তি তার বন্ধুর মৃত্যুতে অঝোরে কেঁদে শোক প্রকাশ করেছেন। এই হিন্দু ভদ্রলোক যখন কাঁদছিলেন মৃত ব্যক্তির মুসলমান স্বধর্মীরা ব্যস্ত ছিলেন জানাজার আয়োজনে। একজন কাঁদছিলেন বন্ধুর জন্য, বন্ধুত্বের কারণে, অন্যেরা সামাজিক ও ধর্মীয় রীতিনীতি মেনে কাজ করছিলেন। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার স্যাপার তেমন নেই। তবে এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা নিয়ে স্ট্যাটাস দিলে তাতে আপত্তিকর কিছু দেখি না। এ স্ট্যাটাস দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নাজুক অবস্থার কথাই বলে। তাই এই ছোট্ট ব্যাপারটাও আজ ইস্যু। আজ আরেকজন গতকালের ঐ স্ট্যাটাসের উপর এক হাত নিলেন আরেক স্ট্যাটাসে। করলেন বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির চুলচেরা বিশ্লেষণ। এটাও মনে হয় ইস্যুর অভাব থেকেই। আমার কিন্তু দুজনকেই ধন্যবাদ দিতে ইচ্ছে করছে যদিও এ প্রশ্নে আপনারা পরস্পর বিরোধী। আপনাদের কল্যাণে অনেক দিন পর সাজু ভাইকে মনে পড়ল। হবে নাকি আরেক পেগ?

এলিস্তা, ১০ সেপ্টেম্বর ২০২১

No comments:

Post a Comment