ছোট বেলায় ফুল তুলতাম পূজার জন্য। প্রতিদিন সকালেই তুলতাম - তুলে মাকে দিতাম। বাড়িতে ঠাকুরদের ঘুম না ভাঙালে আর ওদের ব্রেক ফাস্ট না হলে চুল্লিতে আগুন জ্বলতো না। আর ঘুম থেকে উঠে চা না হলে আমার দিনটাই শুরু হতো না। মর্ত্যের অরাজকতা দেখে ঠাকুর-দেবতারা আজ স্বর্গে পালিয়ে গেছে। অথবা আমাদের বড় হবার সাথে সেহে ঠাকুর-দেবতার তেজ কমে গেছে। আজকাল আর তাই ওদের জন্য ফুল তুলি না। যদি তুলি - তাও বুনো ফুল, ছবি তোলার জন্য। ঠাকুর-দেবতা কে যদি হারতেই হয় - ওরা বরং শিল্পের কাছে হারুক, জঙ্গিদের কাছে নয়।
দুবনা, ২৩ জুলাই ২০১৬
No comments:
Post a Comment