Sunday, January 23, 2022

রূপ

ঈশ্বর সাকার না নিরাকার?
যেহেতু অনেকের মতে সর্বশক্তিমান, তাই ইচ্ছে মত সাকার বা নিরাকার হতে পারেন বলেই আমার ধারণা। তবে এই মূহুর্তে খুব সম্ভব নিরাকার?
কেন? দেখতে পাচ্ছি না বলে?
না। করোনার ভয়ে। এখন শুধু ঈশ্বর কেন, গোটা পৃথিবীই নিরাকার হত, যদি পারত। 

দুবনা, ২৩ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment