রাষ্ট্রের যত সমস্যা জনগণকে নিয়ে। সব সময় খাই খাই ভাব। এটা দাও, ওটা দাও - চাওয়ার কোন শেষ নেই। ভেবেছিলাম ভোটটা যদি জনগণের আয়ত্বের বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে সমস্যা মিটবে। সেটা করেও লাভ হল না, এখন ওরা আবার ভোটের দাবিতে মাঠে নামতে চায়। কিন্তু ওদের সবাইকে যে জেলে ভরব বা দেশত্যাগে বাধ্য করব, সেটাও করা যাবে না। জনগণ না থাকলে শোষণ করব কাকে? আর শোষণ না করলে আমাদের পেটে ভাত আসবে কোত্থেকে? ক্ষমতাই বা দেখাব কার উপর? জনগন তো নয়, শাখের করাত। ঝামেলা!
দুবনা, ১৪ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment