শুনলাম প্রতিমা ভাংচুর শুরু হয়েছে। জ্ঞানের দেবীকে না ঠেঙালে মানুষকে অজ্ঞানতার আঁধারে রাখব কী করে? তবে আমার অবাক লাগে এই ভেবে যে এটা তো সামান্য প্রতিমা, মূর্তি মাত্র। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এ তো প্রাণহীন পুতুল মাত্র। তাহলে একে এত ভয় কিসের? অন্ধবিশ্বাস আসলে বিশ্বাসহীনতার নামান্তর। নিজেদের বিশ্বাসে আস্থার ঘাটতি হলেই অন্যদের বিশ্বাসের উপর আক্রমণ নেমে আসে।
দুবনা, ১৫ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment