Tuesday, January 4, 2022

অপরিবর্তনীয়


অনেক আগে ইংরেজরা তাদের উপনিবেশ তথা আমাদের দেশ থেকে অর্থ লুট করে নিজেদের দেশে শিল্প গড়ে তুলে আর সেই কল কারখানায় উৎপন্ন পণ্য আমাদের দেশে বিক্রি করে একদিকে নিজেদের শিল্প শক্তিশালী করে, অন্যদিকে এদেশের শিল্প ধ্বংস করে। তারা অবশ্য আমাদের দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থাও গড়ে তোলে। এখন আমাদের দেশের প্রায় সবাই স্বপ্ন দেখে তাদের সন্তানরা জিপিএ ৫ পেয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে ভাল রেজাল্ট করুক আর সেটাকে পুঁজি করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডায় চাকরি নিয়ে সেসব দেশের উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করুক। আগে আমরা কাঁচা মাল সরবরাহ করতাম, এখন কাঁচা মগজ। কেন? আমরা স্বাধীন হলেও মানসিক ভাবে মুক্তি পাইনি আর আমাদের শাসক শ্রণিও ইংরেজের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া শোষনের মনোভাব ত্যাগ করতে পারনি। আর দাসত্ব যদি করতেই হয় তাহলে অপেক্ষাকৃত ন্যায়পরায়ণ মালিক বেছে নেওয়াই ভালো বলে অনেকে সেটাই করে। 

দুবনা, ০৪ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment