কোথায় যেন পড়লাম শুধুমাত্র বাবা মার নাম লিখতে পারলেই পাশ করা যায় প্রশ্নপত্রের এমন অবস্থায়ও অনেকেই ফেল করে বসে আছে। কেন? আমার ধারণা ওরা জানে নিজেদের বাপের নামে কাম হবে না তাই ওটা শিখে সময় নষ্ট করা অর্থহীন। সময় মত যে বাপ উপরে উঠতে সাহায্য করবে এমনকি তখনও তার নামটা লিখতে শিখতে হবেনা, দরকার হবে তার সাথে সেলফি। সেলফি আর একঝাঁক নেতা, উপনেতা, পাতি নেতা আর অপনেতাদের ছবির মধ্যে নিজেকে লুকিয়ে রেখে জনসমক্ষে আসার সংস্কৃতির এই যুগে পড়াশোনা করার চেষ্টাটাই অপচেষ্টা। তাই এসব ফেল করা ছাত্রদের প্রশ্ন করার আগে নিজেদের প্রশ্ন করা দরকার কেন এরকম প্রশ্নপত্র হয় আর তার আগে দরকার সংস্কৃতি বদলানো - রাজনীতিতে, শিক্ষাঙ্গনে, জীবন ধারণে - সর্বত্র।
দুবনা, ০২ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment