হ্যালো। আমি শুনছি।
দাদা কেমন আছেন? আপনি কি এখন ভোলগার তীরে?
না। সবে রেডি হচ্ছি। একটু পরেই যাব।
আমি ভাবলাম আমি ওখানেই থাকেন। ফোন রিসিভ করেন ওখান থেকে, ফেসবুকে ছবি আপলোড করেন ভোলগা থেকে।
না না। এখনও থাকা শুরু করিনি।
করলেই পারেন।
আমিও তাই ভাবছি। জীবনে তেমন কিছু তো করা হল না। এটাই মনে হয় লাস্ট চান্স।
কিসের?
সাকসেসফুল হবার?
এটা আবার কী ধরনের কথা?
নদীর তীরকে ইংরেজিতে বলে ব্যাঙ্ক। আর ব্যাঙ্ক মানেই তো গাদি গাদি টাকা। তাই এখানে অর্থ অর্জনের ছোটখাটো একটা সম্ভাবনা থেকেই যায়। আর যদি অর্থ নাও পাই বিনা পয়সায় কিছু ফ্রেশ অক্সিজেন তো মিলবে। যাকে বলে উইন উইন সিচুয়েশন।
তা যা বলেছেন।
দুবনা, ০৯ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment