Sunday, January 30, 2022

সম্মান

গতকাল অনেককেই দেখালাম কবীর সুমনের এক টেলিফোনালাপ নিয়ে বিভিন্ন মন্তব্য করছে। যেহেতু সেটা শুনিনি (ইচ্ছেও নেই) তাই তাকে নিয়ে স্পেসিফিক কোন মন্তব্য করতে চাই না। কিন্তু এর জন্যে আমরা নিজেরাই কি দায়ি নই? আমাদের অধিকাংশ মানুষের মূল সমস্যা হল আমরা হীনমন্যতায় ভুগি, যেহেতু নিজেরা আহামরি (না, আমরা নিজেদের কাজ যথেষ্ট যোগ্যতার সাথে করলেও সেটাকে আহামরি মনে করি না, কারণ আমাদের চোখে সাফল্য মানে আম জনতার লাইক, তাদের অনুমোদন) কিছু করতে পারি না তাই যে কেউ কিছু একটু করলেই তাকে দেবতার আসনে বসাই, তা সে শিল্পী হোক, খেলোয়াড় হোক, রাজনীতিবিদ হোক বা আর যে কেউই হোক। আমরা তাদের মানুষ ভেবে নিজেকে ছোট করতে চাই না। তাকে দেবতা বা অতিমানব ভাবলে নিজের ক্ষুদ্রতায়, নিজের উদ্যোগহীনতায় কষ্ট পেতে হয় না, নিজেদের কেঁচো মনে হয় না। যতদিন পর্যন্ত না আমরা নিজেরাই নিজেদের সম্মান করতে শিখব আর সেই সাথে সম্মান করতে শিখব অন্য মানুষদের, তা সে সেলিব্রিটিই হোক আর সাধারণ খেঁটে কাহয়া মানুশই হোক, ততদিন পর্যন্ত এটা ঘটবেই। সম্মান করা মানে কাউকে ছাড় দেয়া নয়, তার ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ। সেটা আমরা যেদিন পারব - তখন কেউ, তা সে যত বড় সেলিব্রিটিই হোক না কেন আমাদের বাপমা তুলে অসভ্য ভাষায় গালিগালাজ করতে পারবে না।

দুবনা, ৩০ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment