Tuesday, January 11, 2022

সাম্যবাদ

কমিউনিজম কমিউনিজম আর কতদিন করবেন। ওসব বাদ দিয়ে নেত্রীর সাথে আসেন, দেশের জন্য কাজ করেন।
দেখ, আমরা করি আর নাই করি, তোমাদের নেত্রীরা নিজেরাই কমিউনিজম নিয়ে আসবে দেশে।
আপনার কি মাথা খারাপ?
মাথা খারাপের কী আছে? একশ তলা বিল্ডিঙের ছাদে দাঁড়িয়ে এক তলা, পাঁচ তলা, সাত তলা এসবের কোন পার্থক্য বোঝা যায় না, সব সমান মনে হয়। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকের চোখেও বার্ষিক কয়েক লাখ বা কয়েক হাজার ডলার যারা ইনকাম করে তারা সবাই সমান। সমান গরীব। এভাবে চললে দেশেও কিছুদিন পরেই সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে, গরীবের সাম্যবাদী সমাজ। এটা ঠিক, সেটা হবে তোমাদের তৈরি ঐসব বিশাল সম্পদের মালিকদের চোখে। তাতে কি? পৃথিবীর সব কিছুই তো আপেক্ষিক, সাম্যবাদই বা বাদ যাবে কেন?

দুবনা, ১১ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment