Tuesday, January 25, 2022

শিক্ষা

আমাদের সব সমস্যার মূলে ভুল দর্শন। পরস্পর বিরোধী মতের ঐক্য ও দ্বন্দ্ব সামনে চলার একমাত্র উপায়। আমাদের শুধু দ্বন্দ্ব, ঐক্য নেই। রাজনীতিতে সরকারি ও বিরোধী দল মিলে দেশ গড়ে না, পরস্পরের বিরোধিতা করে তারা দেশ ভাঙে। একই অবস্হা সর্বত্র। ফলে ছাত্র ও শিক্ষক আজ দুই বিরোধী শিবিরে। কিন্তু রাজনৈতিক দল যদি একা চলতে পারে শিক্ষক ও ছাত্র একে অন্যকে ছাড়া চলতে পারে না। শিক্ষকদের মধ্যে এই বোধ যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানের কী হবে? নো শিক্ষা নো বেতন - সেটাই কি চালু করতে হবে? সরকারও মনে হয় ছাত্রদের বিরুদ্ধে। পাশ করলে চাকরি দিতে পারবে না অথবা পাশ করে বিদেশে গিয়ে তারা অন্যের সেবা করবে। এককথায় দেশদ্রোহী না হলেও দেশপ্রেমিক হবে না। আর ফেল করলে রাজনীতিতে ঢুকে তাদের ভাগে কামড় দেবে। এক কথায় সরকারের জন্য ছাত্ররা শাখের করাত। পাকিস্তানের কাছ থেকে এরা অন্তত এই শিক্ষাটা তো ভালো করেই শিখেছে।

দুবনা, ২৬ জানুয়ারি ২০২২

No comments:

Post a Comment