সকালে ফেসবুক স্ক্রল করছি গুলিয়া হাত থেকে সেটটা নিয়ে জানতে চাইল
এটা কী?
যেহেতু সেটটা ওর হাতে ছিল আর ও একটু দূরে বসে ছিল তাই খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। মনে হল একজন লোক বসে আছে, পাশে দাঁড়িয়ে এক বাচ্চা ছেলে। পেছনে কালো পোশাক পরা একজন, মুখ ঢাকা, মাথায় বান্দানা। দেখতে র্যাবের সদস্যের মত। তাই বললাম
ছেলেধরা হয়তোবা, পুলিশের হাতে ধরা পড়েছে।
তোমাদের ওখানে ছেলেধরা আছে?
আমি কিছু না বলে ওর হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে বললাম
এটা আসলে পারিবারিক ছবি। বাবা ছেলেকে নিয়ে বসে আছে, পেছনে মা দাঁড়িয়ে।
আমার তো ধারনা ছিল তোমাদের ওখানে ছেলেরাই কম্যান্ডিং পজিশনে থাকে। এখানে তো উল্টো মনে হচ্ছে।
আমাদের ওখানে সবই আছে।
আমি ইচ্ছে করেই চেপে গেলাম যে মহিলা আসলে বোরখা পরে আছে। একদিনে এত শক শরীরের জন্য ক্ষতিকর।
দুবনা, ০৭ জানুয়ারি ২০২২
No comments:
Post a Comment