Thursday, June 10, 2021

বড় প্রেম

 


মানুষ এক অদ্ভুত জীব, অদ্ভুত মানুষের তৈরি দল বা সমাজও। কত লোক কারও প্রেমে পড়ে বারবার প্রত্যাখ্যাত হয়েও সেই পথেই যায়। ফলে না হয় প্রেম, না হয় বাঁচার মত বেঁচে থাকা। এ যেন মরীচিকার পেছনে ছোটা। অথচ সে যদি অন্য কারও দিকে খেয়াল করত, অন্য কারও জন্য নিজের ভালবাসা উৎসর্গ করত, হতে পারে তাতে দুজনেই সুখী হত।

অনেকেই প্রধানমন্ত্রীর মসজিদ উদ্বোধন নিয়ে লিখছেন। ভালো কথা। কিন্তু এত মসজিদ তৈরি করেও, এমনকি কওমি জননী উপাধি পেয়েও তিনি কিন্তু তাদের একজন হতে পারলেন না, পারবেন না। ভোটের বাক্সই তার প্রমাণ দেবে। আমার বিশ্বাস তিনি বিভিন্ন ধর্মের জন্য যত অর্থ খরচ করেন, যত শ্রম দেন, সেই অর্থ, সেই শ্রম যদি সত্যিকারের শিক্ষিত, দেশপ্রেমী, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ তরুণ সমাজ গড়ে তলার জন্য ব্যয় করতেন - সেটা যেমন তার নিজের ও দলের জন্য, তেমনই দেশের জন্যও অনেক সুখ, অনেক মঙ্গল বয়ে আনত।

কিন্তু এসব বলে লাভ নেই। প্রেম অন্ধ, যদিও থেমিস নয়।

দুবনা, ১০ জুন ২০২১

No comments:

Post a Comment