গতকাল বাসা থেকে বেরিয়ে মেট্রোর দিকে যাচ্ছি। দুবনা ফিরব। একটু দূরে এক ছেলেকে দেখছি আসছে আমার দিকে। নাক মুখের নীচে ঝুলছে কুচকুচে কালো মাস্ক। আমি মাস্ক পরি সাধারনত মেট্রো, বাসে, দোকানে বা বদ্ধ জায়গায়। আর পরি নাক মুখ ঢেকে। তাই কেউ কানে, কেউ গলায় বা ঘড়ির মত হাতে মাস্ক ঝুলিয়ে রাখলে অবাক হই। এ কারণেই এ ছেলের ঝুলে থাকা মাস্ক দৃষ্টি আকর্ষণ করে। তবে এর মাঝেই মনে কৌতুহল জাগে এটা মাস্ক না দাড়ি। কাছে এলে দেখলাম ঘন কালো দাড়ি ঢেকেছে ওর মুখ। মানুষের মত করোনা ভাইরাসকেও এ দাড়ি ধোঁকা দিতে পারে কিনা সেটা অবশ্য জানা হয়নি।
দুবনা, ১৮ জুন ২০২১
No comments:
Post a Comment