Wednesday, June 23, 2021

সাম্য

 

সোভিয়েত ইউনিয়নে সবার একটাই লক্ষ্য ছিল - কম্যুনিজম বা সাম্যবাদ। শুনেছি মরণে সবাই নাকি সমান। মৃত্যুলোকে ছোট বড় বলে কিছুই নেই। যাকে বলে পরম সাম্য। মরব একদিন সবাই। সেখানে সবাই সমান হব। অর্থাৎ সাম্য অলৌকিক কিছু নয়। তবে চাইলে মৃত্যুর অপেক্ষা না করে এই পৃথিবীতেই সেটা পাওয়া সম্ভব। এর জন্যে দরকার মানুষের সদিচ্ছা, ত্যাগ করার মানসিকতা। ভোগ তো অনেক হল, আসুন এবার ত্যাগী হই, পৃথিবীকে আরেকটা সুযোগ দেই।

মস্কো, ২৩ জুন ২০২১

No comments:

Post a Comment