দেশে মানুষ ভ্যাক্সিন পায় না, এখানে লোকজন বিনে পয়সায়ও নিতে চায় না। অনেকেই তাদের ভ্যাক্সিন না নেওয়ার অধিকারের কথা বলে। তা ঠিক। যে কেউ চাইলে নিতে পারে, নাও নিতে পারে। আমি এরকম বন্ধুদের বলি তোমাদের যেমন ভ্যাক্সিন না নেওয়ার অধিকার আছে, অন্যদেরও তেমনি অসুস্থ না হওয়ার অধিকার আছে। তুমি ভ্যাক্সিন না নিয়ে ঘুরে বেড়াবে আর সেজন্য আমাকে ভীত সন্ত্রস্ত হয়ে চলাফেরা করতে হবে - সেটা তো অন্যের অধিকারে হস্তক্ষেপ। অধিকারের কথা যখন বল অন্যদের কথাও চিন্তা করো, নইলে সেটা আর অধিকার সাথে না, হয় স্বেচ্ছাচার। যাহোক আমার অ্যান্টিবডি আছে। গুলিয়ারও। আগে ও এসব কেয়ার করত না, তবে অসুখের পরে এখন নিতে আপত্তি নেই। কিন্তু ওরও অ্যান্টিবডি আমার দ্বিগুণেরও বেশি। ছেলেমেয়েদের বলে বলে মুখ ব্যথা। এখন বলতেই লজ্জ্বা লাগে। গত দুদিন মস্কো ছিলাম। বিরক্ত হয়ে বলেই ফেললাম - "তোমরা বাঁচলে দায়দায়িত্ব আমার, মরলে তোমাদের নিজেদের"। দেখি কাজ হয় কিনা।
দুবনা, ১৮ জুন ২০২১
No comments:
Post a Comment