Sunday, June 20, 2021

সম্পদ

 

আজকাল কিছু কিছু বন্ধুরা যখন ফোন করে, তাদের কথার অনেকটাই জুড়ে থাকে সাফল্য বা ব্যর্থতার গল্প, যদিও সাফল্যের পাল্লাই ভারি। আমার সব সময় মনে হয় জীবনটা কোন সমতল ভূমি নয়, এখানে আছে ব্যর্থতার খাদ আর সাফল্যের চুড়া। তবে এই খাদ বা চূড়া সবই সাময়িক। এটা অনেকটা মহাশূন্যের মাঝে পথ চলতে চলতে কোন গ্রহ বা নক্ষত্রের কাছে চলে যাওয়া - যেখানে মহাশূন্যের সমতল ভূমি মাধ্যাকর্ষণের টানে বেঁকে যায়। কিন্তু এর পরেও অব্যাহত থাকে জীবনের যাত্রা, সে চলে নতুন সমতলে, অন্য লেভেলে। জানি না হয়তো আপেক্ষিক তত্ত্বের উপর কাজ না করলে কখনই এভাবে ভাবতাম না। বস্তুবাদী হয়েও বস্তুর সংগ্রহশালা গড়ে তুলতে পারিনি এটা যারা জানে তারা হয়তো করুণা করে আমাকে তাদের গল্প শোনায়। কিন্তু আমি যখন শুনি সেটা করি ওদের প্রতি করুণা থেকে কেননা আমার মনে হয় এ ছাড়া ওদের বলার তেমন কিছুই নেই। আসলে মানুষের সম্পদ খুবই আপেক্ষিক। কে যে কোনটাকে সম্পদ মনে করে আর কোনটাকে বোঝা - সেটা একমাত্র সে নিজেই জানে।

দুবনা, ২০ জুন ২০২১ 
 
 

 

No comments:

Post a Comment