পাঁচ মাস পরে সমাজে বেরুলো অভি। ঘরে বসে থাকতে থাকতে শুধু হাড্ডিতে নয় মনেও মরিচা ধরেছে। আগে রাস্তাঘাটে দিব্যি হাঁচি কাশি দিত। এখন একটু হাঁচি পেলে নাকের নীচটা তর্জনী দিয়ে চেপে ধরে। তাতে হাঁচি বেচারি নাকের ডগায় এসেও সুড়সুড় করে পেটের ভেতর ঢুকে যায়। আর কাশি এলে হৃদপিণ্ড গোড়ালিতে পালায়। হাঁচতে ভয়, কাশতে ভয়। করোনা তো নয়, একেবারে কেজিবির এজেন্ট। চোখে দেখা যায় না, শুধু নাম শোনা যায় আর নামশুনেই ভয়ে মরে যাওয়া যায়।
এখনও তারে চোখে দেখিনি শুধু বাঁশি শুনেছি
মনও প্রাণ যাহা ছিল সঁপে দিয়েছি
শুনেছি তার মুরতি কালো তারে না দেখা ভালো
এই করোনা কালে কত লোক যে করোনার ভয়ে মরেছে তার কি কোন হিসাব আছে? এখন ওর অ্যালার্জির সময়। হঠাৎ করেই নাক দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে। অভি এদিক সেদিক তাকায়। দেখে কেউ দেখছে কি না? কে জানে কে আবার একে করোনা ভেবে আতঙ্কে মরে যাবে?
No comments:
Post a Comment