Thursday, August 6, 2020

রবির কিরণে

রুশ দেশে বলে মৃত্যুদিবস হল দ্বিতীয় জন্মদিন, মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয় মৃত্যু পরবর্তী জীবন, নতুন করে দিন গোনা। মানুষ যেমন জন্মদিন পালন করে, মৃত্যুর পর তেমনই মৃত্যু বার্ষিকীও পালন করে। মৃত্যু পরবর্তী জন্ম আর মৃত্যু দিবসগুলো কেমন হবে সেটা নির্ভর করে মৃত ব্যক্তির জীবদ্দশায় কর্মের উপর। ভারতীয় দর্শনে কর্মফল বলে একটা কথা আছে। সেটা অবশ্য বলা হয় পুনর্জন্মের প্রেক্ষিতে। কিন্তু মৃত ব্যক্তির প্রতি জীবিত মানুষের আচার-আচরণ, তাদের স্মৃতিতে মৃত ব্যক্তির প্রতিচ্ছবি এসবই কী কর্মফল নয়? আজ কবিগুরুর মৃত্যু বার্ষিকী। কী তাঁর জন্মদিন, কী তাঁর মৃত্যু দিবস – যেকোনো বাংলা ভাষাভাষীই এ দিন দুটিতে এই মানুষটি এই ভূমিতে জন্ম নিয়েছিলেন ভেবে, তাঁর ভাষার, তাঁর বহুমুখী কাজকর্মের উত্তরাধিকারী বলে গর্ব করতেই পারেন। যতদিন ২৫ বৈশাখ বা ২২ শ্রাবণ আমরা রবীন্দ্রনাথকে গর্বের সাথে স্মরণ করব, তাঁকে যোগ্য মর্যাদা দেব ততদিনই বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি বেঁচে থাকবে, বাঙালি জাতি বেঁচে থাকবে।    

দুবনা, ০৬ আগস্ট ২০২০



 

No comments:

Post a Comment