রুশ ভাষার জনগণকে বলা হয় নারদ বা নারোদ। বাংলায় এসে এই নারদ মনে হয় স্বর্গের নারদ মুনিতে পরিণত হয় আর একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে অশান্তির সৃষ্টি করে। যেকোনো লোক নিজের না হয়ে যখনই জনগণের পক্ষ থেকে কথা বলেন, তখনই দেখি এই অশান্তির জন্ম।
দুবনা, ১৬ আগস্ট ২০২০
No comments:
Post a Comment