অনেক দিন আগের কথা, তখনও জীবন ছিল লক্ষ্যহীন, তখনও বর্ষাকাল বা গরুর রচনা লিখেই জীবন কাটাতে হত। গরু নিয়ে কত কিছুই যে লিখতাম। গরু দুধ দেয়, গরু হাল চাষ করে, গরু এটা করে, গরু সেটা করে। হাড্ডি থেকে চামড়া পর্যন্ত, লেজের ডগা থেকে শিং পর্যন্ত শুধু উপকার আর উপকার। কিছু দুষ্ট গরু বাদ দিলে গরুদের মত ভালো মানুষ পৃথিবীতে আর দুটো পাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা গরু শান্তিপ্রিয়। তখন মাঝে মধ্যে শিশুমনে প্রশ্ন জাগত, গরু যদি এত ভালই হয়, তবে মানুষ কেন গরু হল না। একটু বড় হয়ে গোলক ধাঁধাঁ খেলতে গিয়ে দেখলাম, বৈতরণী পারি দিয়ে বৈকুণ্ঠে যাওয়ার একমাত্র বাহনও গরু। এখন দেখছি এই করোনা কালেও গরু ছাড়া কোরবানি হয় না, বেহেশত লাভ হয় না। গরুর এত মাহাত্ম্য দেখে আমার নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সন্দেহ জাগছে।
দুবনা, ০১ আগস্ট ২০২০
No comments:
Post a Comment