Sunday, November 13, 2022

লিটমাস টেস্ট

অনেক দিন আগে বাংলাদেশ সরকার রাজাকারের একটা তালিকা নির্মাণ করেছিল অনেক টাকা খরচ করে আর এতে এত ভুল ছিল যে স্কুলের সবচেয়ে খারাপ ছাত্র পর্যন্ত এত ভুল করে না। যাতে ভুল কম হয় আর এত অর্থের যাতে অপচয় না হয় তাই একটা অসৎ উপদেশ দেবার ইচ্ছে হল। ভেবে দেখতে পারেন। কি সেটা? পাকিস্তানের ক্রিকেট ম্যাচের আগে ও পরে বিভিন্ন গণমাধ্যমে লোকজনের স্ট্যাটাস, কমেন্ট ইত্যাদির একটা তালিকা প্রস্তুত করা। এতে শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের পাকিস্তান প্রেম/বিদ্বেষের একটা গ্রহণযোগ্য চিত্র পাওয়া যাবে।

মস্কো, ১৩ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment