Tuesday, November 22, 2022

ভাষার ভাসা ডোবা

ফেসবুকে বাংলা ভাষার বিবর্তন বা সঠিক ভাবে বললে বাংলা বানানের বিবর্তন দেখলাম। মনে হল দেশের মানুষ যেহেতু ধর্মীয় কারণে বিবর্তনবাদ নিয়ে তেমন কিছু করতে পারে না, সময়ের সাথে তাল মিলিয়ে ধর্মকে বিবর্তনের হাওয়া খাওয়াতে পারে না, তাই এরা দ্বিগুন উৎসাহে মাঠে নেমেছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ভাষার উপর চালাতে। লাভ? এদের অধিকাংশই মনে হয় বাংলা ভাষা বিরোধী। ১৯৫২ সালে পারেনি তাই এখন কৌশলে ভাষাকে বিতর্কিত করে তুলে দেশে নতুন কোন ভাষা আমদানির পায়তারা করছে।

কাজান, ২২ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment