উপমহাদেশের মানুষের ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে ঝগড়া দেখে অবাক হয়ে নিজেকে প্রশ্ন করলাম "এদের কি খেয়েদেয়ে আর কোন কাজ নেই?" পরে ভেবে দেখলাম যারা আল্লাহ্ আর ভগবান নিয়ে রক্ত বন্যা বইয়ে দিতে পারে তাদের কাছে ব্রাজিল আর্জেন্টিনা তো আরও বেশি রিয়ালিস্টিক অজুহাত।
কাজানের পথে, ২১ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment