খেলোয়াড় খেলে আর দর্শক যুদ্ধ করে। কেন? কারণ এটা খেলোয়াড়দের পেশা, এ থেকেই তার আয়, তার জীবিকা। আমরা যারা দেখি, দেখি গাঁটের পয়সা খরচ করে আর তাই সেই পয়সা উসুল করতে চাই। এখান থেকেই আবেগ, বেগ আর মত রাজ্যের টেনশন। শুধু খেলার জন্য নয়, খেলা দেখতেও খেলুড়ে মন লাগে।
মস্কো, ২৭ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment