Friday, November 25, 2022

সাগর

উইকিপিডিয়া দেখছি অনেকের কাছে বেদ বাইবেল হয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা হেল্পফুল রিসোর্স, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনার জন্য এটা একমাত্র রেফারেন্স হলে যে বা যারা এসব করে তাদের জ্ঞান সাগরের দৈর্ঘ্য, প্রস্থ আর বিশেষ করে গভীরতা নিয়ে সন্দেহ প্রকাশ করার অনেক সুযোগ থাকে এমনকি তারা যদি আমেরিকার মত দেশে বসবাস করে তথ্য প্রযুক্তির নোনা জলে হাবুডুবু খেতে খেতেও জ্ঞান বিস্ফোরণ (বিচ্ছুরণ নয়) করে।

কাজান টু মস্কো, ২৬ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment