Saturday, November 12, 2022

ছোট বড়

আপনি জন্মান্তরে বিশ্বাস করেন? 
হঠাৎ এই প্রশ্ন?
না, মানে জানতে ইচ্ছে করছে পরের জন্মে আপনি কি হতে চান।
পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে ভাবছি জামাকাপড় হয়ে জন্মাব।
এমন উদ্ভট ইচ্ছে?
কারণ পৃথিবীতে জামাকাপড় একমাত্র সৃষ্টি যারা সময়ের সাথে সাথে ছোট হয়।

পাশে দাঁড়িয়ে থাকা এক দুষ্ট ছেলে বলে উঠল

সময় আসুক তখন দেখবে জামাকাপড় কেমন হু হু করে বড় হয়ে যাচ্ছে। 

কোথাও খাঁটি কিছু নেই, ভেজালে ভরা পৃথিবীতে এটা এক মস্ত ভেজাল।

দুবনা, ১৩ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment