Wednesday, November 16, 2022

ফ্রাঙ্কেস্টাইন

 

"আমি যদি না পাই তাহলে কাউকেই ভোগ করতে দেব না" এরকম মনোভাব মোটেই নতুন কিছু নয়। যখন পরাজয় নিশ্চিত তখন অনেকেই সব ধ্বংস করে যাতে সম্ভাব্য বিজয়ী সেটা ভোগ করতে না পারে। ইউক্রেন এই নীতি থেকে দনবাসে আবাসিক এলাকায় আঘাত হানছে আর নিজের দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে তখন আদা জল খেয়ে মাঠে নেমেছে ন্যাটো আর রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ লাগাতে। পোল্যান্ডে রকেটের অনাহুত ভিজিট এই প্রচেষ্টার সর্বশেষ নিদর্শন। অন্যের বাড়িতে গিয়ে তৃতীয় পক্ষের সাথে মারামারি করা আর সেই ঝগড়া নিজের বাড়িতে ডেকে আনা এক জিনিস নয়। মাথা ঠান্ডা না রেখে আবেগের বশে সিদ্ধান্ত নিলে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের জন্য ফ্রাঙ্কেস্টাইন হতে পারে।

দুবনা, ১৬ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment