শুনলাম এক লোক মৃত্যুর এগারো বছর পরে শুধু বেঁচেই ওঠেনি, ঋণ নিয়ে ঘরবাড়ি বানিয়েছে। জানি না কেন সাংবাদিক ও সাহিত্যিকরা তার ইন্টারভিউ নিচ্ছেন না?
এই লোকটার ইন্টারভিউ নিয়ে জানা দরকার বেহেশত আর দোজখের হালচাল। একদিন তো সবাইকে ওদিকে যেতেই হবে। জ্যান্ত গাইড আর দু'টো পাবেন না।
লোকজন অভিযোগ করে মৃত্যুর পরে কি সেটা জানা যায় না বলে আর এখন যখন সেটা জানার সুবর্ণ সুযোগ এসেছে এই লোককে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে এমন সুযোগ হাতছাড়া করছে। আগে বলত নারীর মন বোঝা কষ্ট, এখন দেখছি মানুষের মন বোঝা আরও বেশি কষ্টের।
দুবনা, ০৪ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment