Wednesday, November 2, 2022

বাংলাদেশ


ইউরোপ, আমেরিকা যে দিকেই তাকাই - দেখি কোন দেশের সরকারই তাদের জনগণকে পাত্তা দেয় না। জনগণের স্বার্থে কিছু করে না। নিজের দেশের মানুষের ঘরে বাতি জ্বলুক আর নাই জ্বলুক এসব নেতাদের কল্যাণে যুদ্ধের মাঠে কামান ঠিকই দাগে। আমার কিন্তু খুব ভাল লাগে। পৃথিবীটা কোন দিন বাউলের পৃথিবী হবে কিনা জানি না, তবে সেটা যে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পৃথিবী হয়ে গেছে বা যাচ্ছে - তাতে সন্দেহ নেই।

দুবনা, ০২ নভেম্বর ২০২২ 

No comments:

Post a Comment