Tuesday, November 8, 2022

মীরজাফরের বিষ্ঠা


ফেসবুকে ঢাকা বোর্ডের এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্ন নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। কী বলব? প্রথমত স্বীকার করতেই হবে যে দেশে এ ধরণের ঘটনা ঘটে, মানে অনেকে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে। তবে দেশে এসব ঘটনার চেয়েও বেশি ঘটে সংখ্যালঘুদের উপর বিনা প্ররোচনায় আক্রমণের ঘটনা, মিথ্যা অভিযোগে সংখ্যালঘুদের হ্যারাজ করা, তাদের দেশত্যাগে বাধ্য করা হয় প্রায় প্রতিদিনই। কারা করে? এই প্রশ্নকারীদের মত লোকেরাই নয় কি? এ নিয়ে কি তারা প্রশ্ন করার কথা ভাবছে? সেখানে কয়েকবার মীরজাফরের কথা উঠে এসেছে। আচ্ছা, প্রশ্নকারী নিজেকে কি জিজ্ঞেস করে দেখবে যে এ ধরণের প্রশ্ন করে সে দেশের সংবিধানের পিঠে ছুরিকাঘাত করছে, সে তার প্রতিষ্ঠান, তার সরকারের প্রতি বেঈমানি করছে। সে নিজেই কি মীরজাফর নয়? প্রশ্নের ভাই তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু এই লোক দেশ, জাতি, শিক্ষা, সভ্যতা, মানবতা - সব কিছুর সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। এ মীরজাফর নয়। মীরজাফরের বিষ্ঠা।

দুবনা, ০৮ নভেম্বর ২০২২ 

No comments:

Post a Comment