কথিত আছে যে জেদ ও অহংকারের কারণে শয়তান বেহেশত থেকে বিতাড়িত হয়েছিল। আমরা যখন নিজের ধর্মকে সেরা মনে করি সেটা কি অহংকার নয়? আমরা যখন শুধুমাত্র আমাদের ধর্মের মানুষ দেশে থাকবে বলে ভিন্নধর্মী মানুষদের দেশ ত্যাগ করতে বাধ্য করি সেটা কি জেদ নয়? আর এসব আমরা করি বেহেশতে নিজের থাকার ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য। শয়তানের ইতিহাস কি আমাদের কিছু্ই শেখায় না নাকি আমরা শয়তানের দেখানো পথে চলি?
মস্কোর পথে, ০৬ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment