Wednesday, November 9, 2022

বাসা

 

সময়ের সাথে সাথে ভালো বাসা পুরানো হয়ে যায়, ইট কাঠ ভেঙে পড়ে আর তারপর একদিন ধ্বংস স্তূপে পরিণত হয়। এসবের হাত থেকে রেহাই পাবার জন্য মানুষ আগে থেকেই আঠা সংগ্রহ করে ভালো আর বাসার মধ্যেকার ফাঁকটুকু জোড়া দিয়ে ভালোবাসা বানায় যে বাসায় আজীবন বাস করা যায়।

দুবনা, ০৯ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment