Saturday, November 5, 2022

বেগুনের গুন

বেগুনের নাকি ক্যান্সার হয়েছে। ফেসবুক গোঁ ধরেছে এ নিয়ে কথা বলবেই। বিশেষজ্ঞরা এ নিয়ে কথা বলবেন আর আমরা আম জনতা সেসব শুনে ঠিক করব বেগুন খাব কি খাব না। তবে দোষটা বেগুনের নাকি যে পরিবেশে ও যে সার প্রয়োগ করে বেগুন চাষ করা হয় তার সেটাও পর্যালোচনা করে দেখা দরকার। তবে এতদিনে সাংবাদিকরা যে বেগুনের একটা গুন আবিষ্কার করেছেন তাতেই আমি খুশি। 

দুবনা, ০৫ নভেম্বর ২০২২

No comments:

Post a Comment