আজ রাশিয়া মা দিবস পালন করল। আমি গত রবিবার থেকে কাজান আর মস্কোয় দিন কাটাচ্ছি। আগামীকাল ক্লাস নিয়ে ফিরব। গুলিয়া ফোন করে কেক দাবি করল। মা দিবসের কেক। ভাবখানা এই যে ওর মা হবার পেছনে আমার কোন হাত নেই। একেই বলে দিনে দুপুরে ডাকাতি।
মস্কো, ২৭ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment