আমাদের দেশের অনেক সাংবাদিকদের সমস্যা হল তারা কোন কিছু নিজের মেধা ও বিচারবুদ্ধি দিয়ে যাচাই করার বদলে ইউরোপ আমেরিকার সংবাদ মাধ্যম যা বলে সেটাকেই ঐশী বাণী বলে ধরে নেয়। তারা ভুলে যায় এসব পত্র পত্রিকা কোন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং সেই সব গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য যখন যেভাবে যা প্রচার ও পরিবেশন করতে হয় সেটা করে। আর এইসব খবর আর নিজের সীমাহীন অজ্ঞতার উপর ভিত্তি করে এরা রীতিমত জ্যোতিষীর মত দিনক্ষণ সহ বিভিন্ন ঘটনার আগাম ফলাফল প্রকাশ করে। বনিক বার্তার এ রকম এক জ্যোতিষীর রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ বাণী দেখলাম আমার এক লেখায়। আর তার ইতিহাস জ্ঞান থেকেই বুঝলাম তার শিক্ষার দৌরাত্ম্য। অবশ্য এ নিয়ে কথা বলা আর চিকা মেরে হাত নষ্ট করা প্রায় সমার্থক।
কাজান টু মস্কো, ২৫ নভেম্বর ২০২২
No comments:
Post a Comment