ক্ষমতার পিড়ামিডে প্রতিটি উপরের ধাপের লোক নিজেকে নীচের ধাপের লোকের চেয়ে বেশি শক্তিশালী, ভাগ্যবান ও প্রয়োজনীয় মনে করে আর প্রায়ই ভুলে যায় যে তার উপরেও কেউ আছে আর প্রকৃত পক্ষে সে নিজেও উপরের ধাপের লোকদের দ্বারা শোষিত, অবহেলিত ও ঘৃণার পাত্র। শুধু তাই নয় যারা নীচে তারাও প্রতি মূহুর্তে উপরে উঠতে চায় আর সেজন্য উপরের জনকে টেনে নীচে নামাতে চায়। তাই এই পিরামিডে কেউই স্থিতিশীল নয়। সবাই ক্রমাগত একে অন্যের সাথে একদিকে যেমন লড়াই করছে অন্যদিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। প্রত্যেকে প্রত্যেককে বলছে
তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রুও তুমি একজনই
দুবনা, ২৩ আগস্ট ২০২২
No comments:
Post a Comment