বাজারে জোর গুজব তাইওয়ানের জন্য আমেরিকা ইউক্রেন থেকে দৃষ্টি সরিয়ে নেবে। বাচ্চারা যখন ছোট ছিল তখন কোন একটা খেলনা নিয়ে খেলতে খেলতে বোর হয়ে গেলে সেটা ফেলে আরেকটা খেলনা নিয়ে খেলতে শুরু করত। বাইডেনের অনেক কাজকর্ম এখন সেই বাচ্চাদের মতই। কিন্তু আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ইউক্রেন, তাইওয়ান এসব যে খেলনা নয়, এর সাথে জড়িত লাখ লাখ মানুষের ভালোমন্দ সেটা কি আমেরিকা বোঝে?
দুবনা, ১০
আগস্ট ২০২২
No comments:
Post a Comment