অপটিমিস্ট আর পেসিমিস্টের সংজ্ঞা দিতে গিয়ে সোভিয়েত ইউনিয়নে একটি জোক চালু ছিল-
পেসিমিস্ট আগে আগে হাঁটে আর অপটিমিস্ট চলে তার পেছন পেছন।
এখানে পেসিমিস্ট ছিল সোভিয়েত আদর্শ বিরোধী আর অপটিমিস্ট তাকে গ্রেফতার করতে আসা কেজিবির এজেন্ট।
আমাদের দেশে এখন পেরিমিস্টের ভূমিকায় আছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যারা পুজার আয়োজন করছে আর ভয়ে ভয়ে আছে কখন কে প্রতিমা ভাঙবে। অপটিমিস্ট হল সেই সব মৌলবাদীরা যারা মনের সুখে মূর্তি ভাঙবে বলে আবারও গোঁফে তা দিচ্ছে।
মস্কো, ৩০ আগস্ট ২০২২
No comments:
Post a Comment