Thursday, August 11, 2022

লঙ্গরখানা

মাঝেমধ্যে মনে হয় বাংলাদেশের ব্যাংকগুলো ধনীদের লঙ্গরখানা। দুর্ভিক্ষের সময় লঙ্গরখানা খুলে যেমন গরীবদের মধ্যে ত্রাণ হিসেবে চাল আর কম্বল বিতরণ করা হয়, অর্থনৈতিক মন্দার সময় ব্যাংকগুলোও তেমনি কোটি কোটি টাকা বিতরণ করে ধনীদের মধ্যে। ব্যাংকের আর দোষ কী? তেমন ক্লায়েন্ট তেমন ত্রাণ।

দুবনা, ১১ আগস্ট ২০২২

No comments:

Post a Comment