ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ী জনতা ও সেনাদের স্মরণে নির্মিত স্থাপত্য ভাঙ্গার উৎসবে ব্যস্ত। যদিও আফগানিস্তানে তালেবানদের বুদ্ধ মূর্তি ভাঙার সাথে এর তেমন কোন পার্থক্য নেই তারপরেও ইউরোপের সভ্য মানুষ এটা করছে বলে তারা নিজেদের কাজের পেছনে বিভিন্ন যুক্তি খুঁজে পাবে। আজকের বর্বরতা জন্মগত, জাতিগত, বর্ণগত। চুরি করেও সবাই চোর হতে পারে না, হত্যা করেও সবাই খুনী হয় না। আধুনিক সভ্যতা তাদের ঠিক বেকসুর খালাস দিয়ে দেয়।
দুবনা, ২৫ আগস্ট ২০২২
No comments:
Post a Comment