Wednesday, August 17, 2022

বাংলা

 

একসময় বলা হত বাংলা আজ যা ভাবে বাকি ভারতবর্ষ আগামীকাল তা করে। এখন অবশ্য সেটা ভারতবর্ষের গন্ডী ছাড়িয়ে বিশ্বের দরবারে হাজির হয়েছে। জিয়াউর রহমানের আই মেক পলিটিক্স ডিফিক্যাল্ট ও মানি ইজ নো প্রবলেম আমেরিকা সাদরে লুফে নিয়েছে। পশ্চিমা বিশ্ব আজ রুশদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাঁয়তারা করছে। সেটা কি আপনাদের শত্রু সম্পত্তি বা অধুনা অর্পিত সম্পত্তি আইনের কথা মনে করিয়ে দেয় না? আমরা মনে হয় সুদে আসলে অ্যাংলো স্যাক্সদের ঋণ ফেরত দিচ্ছি।

দুবনা, ১৭ আগস্ট ২০২২ 

No comments:

Post a Comment