Thursday, August 18, 2022

আমাদের মন্ত্রীরা

আমাদের কিছু কিছু মন্ত্রীদের কথা শুনে মনে হয় তারা এ দেশের মানুষ নন, তাদের শিকড় অন্য কোন দেশে। মানুষ দেশীয় শাসন চায় কিন্তু তার চেয়েও বেশি করে চায় সুশাসন। যদিও এলিট শ্রেণী দেশের নীতি নির্ধারণ করে দেশ পুষ্টি লাভ করে প্রান্তিক মানুষের শ্রমে ঘামে। যে শাসক প্রান্তিক মানুষের কষ্ট বুঝতে পারে না সে শোষক। মানুষের শত্রু, দেশের শত্রু। তিরিশ লক্ষ মানুষ কি এদের জন্যেই প্রাণ দিয়েছিল?

দুবনা, ১৮ আগস্ট ২০২২

No comments:

Post a Comment