Tuesday, August 16, 2022

কমিউনিস্ট

বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে মনে কমিউনিস্ট। অবাক হলেন? তাহলে ব্যাখ্যা করছি। 
কাউকে একটু সমালোচনা করলেই ব্যাপারটা টের পাবেন। সেই সমালোচনা যদি জনসমক্ষে হয় এবং সেটা সঠিকও হয় তাহলে সেই লোক সুযোগ পেলেই আপনাকে বলবে, সমালোচনা মানলাম কিন্তু সেটা তো আপনি আমাকে ব্যক্তিগত ভাবেও বলতে পারতেন। কি দরকার ছিল এত লোকের সামনে এসব বলে আমার ইজ্জত হানি করার? ঠিক যেমনটা হয় কমিউনিস্ট বা বাম ঘরানার দলে। সমালোচনা যা করবে শুধু পার্টির ভেতরে, বাইরে গিয়ে কোন সমালোচনা নয়। এর কারণ হল মানুষ নিজেকে বদলাতে চায় না। যদি আপনি তাকে একা কিছু বলেন, সে সেই সমালোচনা মেনে নিলেও নিজেকে বদলানোর তাগিদ বোধ করে না। আপনিও দুই বার এ নিয়ে কথা বলেন না। কিন্তু দশজনের সামনে বললে তাকে হয় নিজের সমর্থনে কিছু বলতে হয় আর বলার কিছু না থাকলে নিজেকে বদলাতে হয়। কিন্তু আমরা দেশ বদলাতে পারি, সরকার বদলাতে পারি, চাকরি বদলাতে পারি এমনকি পরিবার বদলাতে পারি - কিন্তু নিজেকে বদলানো? আকর্ষণই না। নিজের সাথে বেইমানি খুব কম লোকই করতে পারে।

দুবনা, ১৬ আগস্ট ২০২২

No comments:

Post a Comment