"ইউরোপ ভূত দেখেছে, কমিউনিজমের ভূত"
সেই ১৮৪৮ সালে কমিউনিস্ট ম্যানুফেস্টোতে মার্ক্স বলেছিলেন একথা। এরপর কেটে গেছে প্রায় পৌনে দু'শ বছর কিন্তু সেই ভূতাতঙ্ক এখনও কাটেনি। আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন ভূতের নাম রাশিয়া। যখনই রাশিয়া সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, রাশিয়ার উপর অতিরিক্ত নির্ভরতার অজুহাতে বার বার তারা ছিন্ন করেছে বন্ধুত্বের বন্ধন। ফলাফল? আমেরিকা নামক পাইথনের গণতান্ত্রিক আলিঙ্গনে ইউরোপ আজ কোমায়। হেলসেঙ্কিতে "সারা বিশ্বে শান্তি আসুক" (Мир во всем мире) এই মনুমেন্ট সরিয়ে ফেলার মধ্য দিয়ে ইউরোপ তথা পশিচমা বিশ্ব আবার প্রমাণ করল যে তারা অসুস্থ্য, প্রচণ্ড রকম অসুস্থ্য।দুবনা, ০৮ আগস্ট ২০২২
No comments:
Post a Comment