Tuesday, August 23, 2022

চা শ্রমিক

 

  • ওহে রক্তচোষা বনিক
    মোদের কথা একটু শোনা আমরা যে চা শ্রমিক

    তোমার চায়ের কাপে
    আমার রক্ত ঘাম
    থর থর করে কাঁপে
    অনিশ্চিত ভবিষ্যত তার নাম

    চুমুকে দিয়ে খাচ্ছ তুমি আমার রক্ত ঘাম
    কিন্তু সাহেব ভুলেই গেছ দিতে ন্যায্য দাম

  • তাই তো আমরা নেমেছি আজ নেমেছি রাস্তায়
    চা শ্রমিক আজ কড়ায় গন্ডায় হিস্যা নিতে চায়
                         কিন্তু ধর্মঘটে অধর্ম দেয় হানা
                         পেটের দায় আমাদের - কাজ না করা মানা
                     
  • শোন হে ভদ্রলোক
    তাকাও খুলে চোখ
    তোমার আরাম তোমার আয়েশ
    তোমার মান আর যশ
    সব কিছুরই পেছনে আছে মোদের রক্ত ঘাম 
    শোষিত বঞ্চিত মোরা চা শ্রমিক মোদের নাম 
  • দুবনা, ২৩ আগস্ট ২০২২ 



 

No comments:

Post a Comment